টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ধলাটেঙ্গর নামকস্থানে ১৬ ডিসেম্বর বুধবার সকালে ট্রেনে কাটা পড়ে বাবু ও আল-আমিন নামে দু’কিশোর নিহত ও অপর এক কিশোর আহত হয়েছে। আহত নাইমকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতদের বাড়ি রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার চর নুগর গ্রামে।

বঙ্গবন্ধুসেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আখেরুজ্জামান জানান, রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার চর নুগর গ্রামের আব্দুল মতিনের ছেলে বাবু (১৪), এনামুল হকের ছেলে আল-আমিন (১৭) ও মাইনুল ইসলামের ছেলে নাইম(১৪) ভোরে কাজের সন্ধানে এসে কালিহাতী উপজেলার ধলাটেঙ্গর বাসস্টেশনে নামলে সকাল সাড়ে ৬টার দিকে ধলাটেঙ্গর রেললাইন পাড় হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনের নিচে কাঁটা পড়ে। এ সময় বাবু ও আল-আমিন ঘটনাস্থলেই নিহত হয়। এ ঘটনায় নাইমকে আহত অবস্থায় টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।



(আরকেপি/এসসি/ডিসেম্বর১৬,২০১৫)