নওগাঁ প্রতিনিধি : বৃহস্পতিবার বেলা ১১টায় নওগাঁর সাপাহারে চৌধুরী চাঁন মোহাম্মদ মহিলা ডিগ্রী কলেজের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণী, বিদায় সংবর্ধনা ও নবীন বরন অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সাধন চন্দ্র মজুমদার এমপি। কলেজের অধ্যক্ষ আবু এরফান আলীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চৌধুরী চাঁন মোহাম্মদ মহিলা ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল জলিল, রাজশাহী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আল-ফারুক চৌধুরী, প্রফেসর ইসমত এনামুল হক, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার উদ্দিন শামীম প্রমুখ।

আলোচনা সভা শেষে কলেজের শিক্ষার্থীদের নিয়ে একটি মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

(বিএম/এএস/ডিসেম্বর ১৭, ২০১৫)