মেহেরপুর প্রতিনিধি : একীভুত শিক্ষায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর শিক্ষা” এ প্রতিপাদ্যে প্রতিবন্ধী শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিত করণে জনতার সংলাপ অনষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সদর উপজেলা মিলনায়তনে সকাল ১১ টায় শুরু হয়ে দুপুর পযর্ন্ত এ সংলাপ চলে।

ডিএফআইডির সহযোগীতায় জনতার সংলাপ সভায় অধ্যাপক সাইদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক এ্যাড. মিয়াজান আলী, বিশেষ অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক খায়রুল হাসান (সার্বিক), জেলা সমাজসেবা উপপরিচালক আবুবক্কর সিদ্দিক, সদর উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা শাহিনুজ্জামান। প্যানেল আলোচনায় বক্তব্য রাখেন অধ্যাপক রফিকুর রশিদ রিজভী, পাবলিক প্রসিকিউটর এ্যাড. পল্লব ভট্টাচার্য ও সাংবাদিক রফিকুল আলম। এছাড়াও একীভুত শিক্ষায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর শিক্ষা এ আলোকপাতের উপর উম্মুক্ত আলাচনায় অংশ নেন প্রতিবন্ধী স্কুলের শিক্ষক সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।

অনুষ্ঠানটির লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বক্তব্য রাখেন গণশিক্ষা অভিযানের ডেপুটি ম্যানেজার রেহেনা বেগম। শুভেচ্ছা বক্তব্য রাখেন মানব উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক আসাদুজ্জামান সেলিম। অনুষ্ঠানটির আয়োজক ছিলেন গণস্বাক্ষরতা অভিযান ও মানব উন্নয়ন কেন্দ্র (মউক)।

(এমআইএম/এএস/ডিসেম্বর ১৭, ২০১৫)