স্পোর্টস ডেস্ক, ঢাকা : নেপালের বিপক্ষের প্রীতি ম্যাচে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি পরখ করে নেওয়াটাই লক্ষ্য ছিল বাংলাদেশের। আর, সেই প্রস্তুতিটা বেশ ভালই হল বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দলটি এক গোলে হারিয়ে দিলো নেপালকে।

প্রথমার্ধেই ১-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে কোন দলই গোলের দেখা পায়নি। স্বাগতিকদের হয়ে একমাত্র গোলটি করেন শাখাওয়াত হোসেন রনি।

ম্যাচের বয়স যখন মোটে ২০ মিনিট, নেপালের ডি-বক্স সীমানায় গিয়েই দারুণ এক ক্রস তুলে দেন স্বাগতিক ডিফেন্ডার মুন্না। আর তার সেই ক্রসটিকে লুফে নিয়ে কিছুটা উড়ে গিয়ে হেড করে নেপালের জালে বল জড়িয়ে স্বাগতিকদের উল্লাসের উপলক্ষ এনে দেন শাখাওয়াত হোসেন রনি।

(ওএস/পি/ডিসেম্বর ১৭, ২০১৫)