ময়মনসিংহ প্রতিনিধি : জেলার গফরগাঁও পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের জন্মজয় এলাকার কাউন্সিলর প্রার্থী আজিজুল ইসলামের মাকে পিটিয়ে হত্যার অভিযোগে মামলায় অপর কাউন্সিলর প্রার্থী আনিসুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার গভীর রাতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা গফরগাঁও থানার ওসি (তদন্ত) মো. হাবিবুর রহমান জানান, বৃহস্পতিবার রাত ১২টার দিকে আনিসুর রহমানকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় আনিসুর রহমানের ভাতিজা ইকবাল হাসান (১৫) এবং ভাগ্নে মো. সোহাগকে (১৯) গ্রেফতার করা হয়।

তিনি জানান, কাউন্সিলর প্রার্থী ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম বাদী হয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় আনিসুর রহমানসহ ১৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২৫-৩০ জনকে আসামি করে মামলা করেন।

উল্লেখ্য, বুধবার রাতে বিজয় দিবসের মিছিলকে কেন্দ্র করে দুই প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে কথাকাটাকাটি ও সংঘর্ষ হয়। পরে রাতেই অপর কাউন্সিলর প্রার্থী ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আনিসুর রহমানের নেতৃত্বে কর্মী-সমর্থকরা কাউন্সিলর প্রার্থী আজিজুল ইসলামের বাড়িতে সশস্ত্র হামলা চালায়।

কাউন্সিলর প্রার্থী আজিজুল ইসলামের অভিযোগ, হামলায় তার মা রাবেয়া খাতুন (৬০) মারা গেছেন।

(ওএস/এইচআর/ডিসেম্বর ১৮, ২০১৫)