বাগেরহাট প্রতিনিধি : সুন্দরবনে মাছ আহরন কালে প্রচন্ড ঠান্ডায় আইউব আলী (৫৪) নামে এক জেলের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে বৃষ্টির মধ্যে শরণখোলা রেঞ্জের গাববাড়িয়া এলাকায় এঘটনা ঘটে। উপজেলার চালিতাবুনিয়া গ্রামের বাড়িতে দুপুরে সঙ্গী জেলেরা তার মৃতদেহ পৌঁছে দিয়েছেন। সুন্দরবন বিভাগ এতথ্য নিশ্চিত করেছে।

জেলে আইউব আলী’র পরিবার জানায়, বৃহস্পতিবার শরণখোলা স্টেশন থেকে মৎস্য আহরণের অনুমোতি পত্র নিয়ে সুন্দরবনের যান আইউব আলী। শুক্রবার সকাল ৭টার দিকে বৃষ্টির মধ্যে সুন্দরবনের গাববাড়িয়া খালে নেমে মাছ শিকারের সময় তিনি অচেতন হয়ে পড়েন। এসময় সঙ্গী জেলে আবু জাফরসহ কয়েকজ তাকে পানি থেকে তুলে নৌকায় রাখার কিছুক্ষণর মধ্যে তার মৃত্যু হয়। দীর্ঘক্ষণ পানিতে থাকার কারণে প্রচন্ড ঠান্ডায় তার মৃত্যু হয়েছে বলে সঙ্গীদের ধারণা। জেলে আইউব আলী শরণখোলা উপজেলার চালিতাবুনিয়া গ্রামের মৃত মকবুল হাওলাদারের ছেলে।

শরণখোলা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মো. কামাল উদ্দিন আহমেদ শরণখোলা রেঞ্জের গাববাড়িয়া এলাকায় মাছ আহরন কালে প্রচন্ড ঠান্ডায় জেলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

(এসএকে/এইচআর/ডিসেম্বর ১৮, ২০১৫)