নওগাঁ প্রতিনিধি : নওগাঁর সাপাহার উপজেলার কলমুডাঙ্গা সীমান্তের ওপারে ভারতের অভ্যন্তর থেকে ওবাইদুর রহমান (২৮) ও হোসেন আলী (২৫) নামে দুই বাংলাদেশী গরু ব্যবসায়ীকে আটক করেছে বিএসএফ। আটককৃতরা হলো, উপজেলার কলমুডাঙ্গা গ্রামের আলহাজ্ব এরশাদ আলীর ছেলে ওবাইদুর রহমান এবং গোয়ালা ইউনিয়নের খড়িবোনা গ্রামের কলিমুদ্দিনের ছেলে হোসেন আলী (২৫)

স্থানীয় সুত্রে জানা গেছে, রবিবার বিকেলে ওই দুই যুবক বাংলাদেশ ভুখন্ড অতিক্রম করে অবৈধভাবে ভারতে প্রবেশকালে পান্নাপুর বিএসএফ ক্যাম্পের টহলদল তাদেরকে আটক করে। পরদিন সোমবার রাত ১০টায় দুই যুবকের আটকের ঘটনাটি প্রকাশ পায়। মঙ্গলবার বিকালে আটককৃত ব্যক্তিদের ফেরত চেয়ে বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের জন্য চিঠি দেয়া হয়। এরই প্রেক্ষিতে মঙ্গলবার সন্ধ্যায় কলমুডাঙ্গা সীমান্তের ২৩৮ মেইন পিলারের সাবপিলার-২ বসমিধাবিল এলাকায় বিজিবি ও বিএসএফ কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন বাংলাদেশের পক্ষে কলমুডাঙ্গা বিজিবি ক্যাম্প কমান্ডার আবু সুফিয়ান ও ভারতের পক্ষে আদাডাঙ্গা বিএসএফ ক্যাম্পের অধিনায়ক মি. জিত সিং। পতাকা বৈঠকে বিএসএফ কর্তৃক দুই যুবককে আটকের কথা স্বীকার না করলেও বিজিবি সুত্রে জানা গেছে, আটককৃত দুই যুবককে বিএসএফ ভারতের হরিপুর থানায় সোপর্দ করেছে এবং ওই দিনই থানা তাদেরকে মালদহ কোর্টে প্রেরন করেছে।
(বিএম/এএস/মে ২৮, ২০১৪)