সিরাজগঞ্জ প্রতিনিধি : বিশ্বের সর্বপ্রথম পর্বত আরোহী স্যার এ্যডমন্ড হিলারীর স্মরণে সিরাজগঞ্জ আইনজীবি সমিতির কার্যালয় থেকে উত্তরবঙ্গ সাইকেল রাইড শুরু হয়েছে। শুক্রবার সকাল ৭টায় সিরাজগঞ্জ আইনজীবি সমিতির সভাপতি এ্যাডভোকেট নূরুল আমীন এই সাইকেল রাইডের উদ্বোধন করেন।

ঢাকার ‘কেও কারাডং বাংলাদেশ’ ক্লাব এই সাইকেল রাইডের আয়োজন করে। ক্লাবের সদস্য টিম লিডার হাবিবা ইসলাম এর নেতৃত্বে ক্লাবের ১৫ জন সদস্য এই রাইডে অংশ গ্রহন করছে। সিরাজগঞ্জ থেকে শুরু হওয়া এই সাইকেল রাইড নাটোর জেলার উত্তরা গনভবনে গিয়ে শেষ হবে।

ক্লাবের সদস্য সালমা খাতুন বলেন, বিশ্বের সর্বপ্রথম পর্বত আরোহী স্যার এ্যাডমন্ড হিলারী ৮৮ বছর বয়সে ১৮ ডিসেম্বর মৃত্যুবরন করেন। তাকে স্মরণ করতে প্রতিবছর মৃত্যু দিবসে ক্লাবের পক্ষ থেকে ৮৮ কিলোমিটার সাইকেল রাইড করা হয়। ২০০৮ সাল থেকে কেও কারাডং বাংলাদেশ ক্লাব এই সাইকেল রাইডের আয়োজন করে আসছে।

উদ্বোধনের সময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইনজীবিদের মধ্যে কামরুল ইসলাম শান্তা, আইনুল হক, এস এম ফারুক রুমী, আব্দুল আজিজ, সাংবাদিকদের মধ্যে প্রথম আলোর এনামুল হক, দৈনিক সকালের খবরের আইয়ূব আলী, যায়যায়দিনের বাদল ভৌমিক প্রমুখ।

(এসএস/এইচআর/ডিসেম্বর ১৮, ২০১৫)