নওগাঁ প্রতিনিধি : “বিশ্বময় অভিবাসী, সমৃদ্ধ দেশ উৎসবের জীবন’’ এই প্রতিপাদ্য বিষয়কে নিয়ে বর্ন্যাঢ্য র‌্যালী ও আলোচনাসভার মধ্য দিয়ে শুক্রবার নওগাঁয় আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে।

সকালে জেলা প্রশাসন আয়োজিত সার্কিট হাউস থেকে একটি বর্ন্যাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। র‌্যালীটির উদ্ধোধন করেন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট আ.ত.ম আবদুল্লাহেল বাকী।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী পুলিশ সুপার মহসীন আলী, সহকারী কমিশনার ও প্রবাসী কল্যান শাখার কর্মকর্তা রিপন কুমার সাহা, ইসলামী ব্যাংক লিমিটেড নওগাঁ শাখার ব্যবস্থাপক আশরাফ আলী, সোনালী ব্যাংকের প্রতিনিধি সেলিম উদ্দীন প্রমুখ ।

পরে অভিবাসী দিবস উপলক্ষ্যে রচনা প্রতিযোগিতায় দুটি গ্রুপের ছাত্র-ছাত্রীদের মধ্যে এবং জেলার সর্বাধিক রেমিটেন্স পাঠানোদেরকে পুরস্কার দেয়া হয়। ইসলামী ব্যাংক নওগাঁ শাখায় সবচেয়ে বেশী রেমিটেন্স পাঠানোতে প্রথম হন ব্যবসায়ী মোবারক হোসেন।#

(বিএম/এইচআর/ডিসেম্বর ১৮, ২০১৫)