দিনাজপুর প্রতিনিধি : বুধবার “আসুন নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করি”-এই শ্লোগানকে সামনে রেখে দিনাজপুরে নিরাপদ মাতৃত্ব দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে দিনাজপুর সিভিল সার্জন অফিসের আয়োজনে এবং বেসরকারি সংস্থাসমূহের সহযোগিতায় শহরে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডা. মো. মোশায়ের-উল-ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা দপ্তরের উপ-পরিচালক ডা. মো. দিদারুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. মো. নুরুল হুদা ও উপজেলা প.প. কর্মকর্তা (সদর) ডা. মো. এমদাদুল হক। বক্তব্য রাখেন মো. সাইফুল ইসলাম, এনজিও কর্মকর্তা গোলাম আযম নূর, মো. ওয়াদুদ ফারুকী, মো. শামীম আহাম্মেদ, মো. রশিদুল ইসলাম ও তনুশ্রী রায়।
বক্তারা বলেন, বর্তমানে আমাদের দেশে নিরাপদ মাতৃত্বের কারণে প্রতি লাখে ১৯৪ জন মা মারা যান। আগামী ২০১৫ সালের মধ্যে মাতৃ মৃত্যুর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রতি লাখে ১৪৩জন। কিন্তু এ পর্যন্ত আমরা অর্জন করেছি ১৭৪জন। এর মূল কারণ হলো সচেতনতার অভাব, গ্রামের স্বাস্থ্য কেন্দ্রগুলোতে নিরাপদ প্রসবের তেমন কোন ব্যবস্থা বা দক্ষ জনবল না থাকার কারণে।
(এটি/এএস/মে ২৮, ২০১৪)