ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও সুগার মিলস্ এর ২০১৫-১৬ইং মৌসুমের ৫৮তম আখ মাড়াই কার্যক্রমের শুভ উদ্বোধন হয়েছে। ৭৫হাজার  মেঃটন  আখ মাড়াইয়ের লক্ষ্যমাত্রা নিয়ে আজ দুপুরে ডোংগায় আখ নিক্ষেপের মধ্য দিয়ে কার্যক্রমের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের বিশেষ অতিথি  পানি সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেন (এম.পি)।

বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন এর চেয়ারম্যান একে,এম দেলোয়ার হোসেনের সভাপত্বিতে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মাননীয় সংসদ সদস্য ঠাকুরগাঁও-২আসনের এম,পি আলহাজ্ব দবিরুল ইসলাম, ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য ইয়াসিন আলী, সংরক্ষিত মহিলা আসনের এম,পি সেলিনা জাহান(লিটা), জেলা পরিষদ প্রশাসক ও ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাদেক কুরাইশী প্রমুখ। এ সময় আরো উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সুগার মিলস লিঃ এর কর্মকর্তা -কর্মচারীবৃন্দ ও আওয়ামীলীগ,যুবলীগসহ ছাত্রলীগের বিভিন্ন স্থরের নেতাকর্মীরা।

উল্লেখ্য, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিল্প মন্ত্রী আমির হোসেন আমু(এমপি)। ঢাকা থেকে হেলিকপ্টার যোগে সভায় যোগদানের কথা থাকলেও ঘনকুয়াশার কারণে হেলিকপ্টার উড্ডয়ন হতে না পারায় অনুষ্ঠানে তাঁর উপস্থিত হওয়া সম্ভব হয়নি।


(এসআরডি/এস/ডিসেম্বর১৮,২০১৫)