ভাট পাতায় লিখে রাখি দিনলিপি

ভাট পাতায় লিখে রাখি দিনলিপি
জারুলের বেগুনি ফুলে মন্থন করি সাঁঝের শৈবাল।
আর তুমি কেবলই এসে যাও চেতনে-অবচেতনে
অনন্ত অম্বরে, দিনান্ত প্রান্তরে শেষ খেয়ার তরণী।
পিছে যে গেছে মিছে ভাবনায় দিন,
তবে কী এই আসা শোধাতে সে ঋণ?

শীত আসে শেফালীর শুভ্রতা নিয়ে,
আর আমি, কুয়াশার চাদর মুড়িয়ে আসি
হাতে নিয়ে পুরনো সেই বাঁশি।
যেহেতু, বেহুলার বাঁশি আমার হাতে নেই
যাকে বাঁশির সুর শোনাব বলে ঠিক করেছি,
সেও লক্ষ্মীন্দর নন!

তাই আজকাল নিজস্ব সুরে
নব উদ্দ্যমে অনুভব করি ভালোবাসার টান,
খুঁজি হৃদস্পন্দিত প্রাণ, শুনি স্বরচিত গান-

“হৃদমাজারে কী সুর বাজে
নিথর হয়ে রই,
যেদিন গেছে পুরনো দিন
সেদিন গেলো কই?
নিথর হয়ে রই...”