কলাপাড়া প্রতিনিধি :বিএনপির প্রার্থীর বিরুদ্ধে সাম্প্রদায়িক উস্কানির অভিযোগ এনেছেন কলাপাড়া পৌরসভার আওয়ামীলীগ সমর্থিত মেয়র প্রার্থী বিপুল চন্দ্র হাওলাদারের সমর্থকরা। শুক্রবার বিকালে পৌর শহরের সিনিয়র মাদ্রাসা প্রাঙ্গনে উঠোন বৈঠকে এ অভিযোগ আনেন।

৭নং ওয়ার্ড আ’লীগ সভাপতি আলমগীর কবির আলমের সভাপতিত্বে মেয়র প্রার্থী বিপুল চন্দ্র হাওলাদার বলেন, তিনি নৌকা মার্কার প্রার্থী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে মনোনয়ন দিয়েছেন। প্রধানমন্ত্রীর প্রতি সম্মান রাখার দায়িত্ব এখন পৌরবাসীর। হিন্দু-মুসলিম নয় তার কাছে সবার আগে এলাকার উন্নয়ন। বর্তমান সরকারের এই উন্নয়নের ধারাবাহিকতা তিনি অব্যাহত রাথতে চান। তিনি বলেন, বিএনপির আমলের ভোট চোররা এখন ভোট চুরির ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে। যা হাস্যকর। কলাপাড়ায় তিনিও শান্তিপূর্ন নির্বাচন চান যাতে ভোটাররা ভোট দিয়ে আগামীর পৌর পিতা নির্বাচিত করতে পারে।

উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল আলম বলেন, সাম্প্রদায়িক উস্কানী দিয়ে বিএনপি ঘোলা পনিতে মাছ শিকার করার চেষ্টা করছে। সভায় পটুয়াখালী জেলা ও উপজেলা আ’লীগের শীর্ষ নেতারা উঠোন বৈঠকে উপস্থিত ছিলেন।

এদিকে বৃহস্পতিবার সন্ধায় শিশুপার্ক মাঠে রফিকুল ইসলাম মৃধার সভাপতিত্বে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী হাজী হুমায়ুন সিকদার বলেন, পৌরসভার সকল উন্নয়ন শুরু হয়েছে তার হাতে। তিনি দুই বারের নির্বাচিত মেয়র। এবার নির্বাচিত হলে আধুনিক পৌরসভা গঠনে তিনি কাজ করবেন। কিন্তু তার আশংকা ভোটাররা ভোট দিতে পারবেন তো ?

সভায় উপজেলা বিএনপি সভাপতি এবিএম মোশারফ হোসেন বলেন, পৌরবাসী তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারলে ধানের শীষ প্রতিক বিপুল ভোটে বিজয়ী হবে। বিএনপির এই বিজয় ঠেকাতে এখন ভোট চুরির ষড়যন্ত্র করা হচ্ছে। কিন্তু তাদের সকল ষড়যন্ত্র এবার রুখে দিবেন বলে তিনি জানান।


(এমকেআর/এস/ডিসেম্বর১৮,২০১৫)