সাতক্ষীরা প্রতিনিধি : তিন লাখ টাকা মুক্তিপণের দাবিতে বনদস্যু জনাব আলী বাহিনীর সদস্যরা সুন্দরবনে কর্মরত তিন জেলেকে অপহরণ করেছে। এ সময় তারা দু’ জেলেকে পিটিয়ে জখম করে। বুধবার সকাল সাড়ে ৬টার দিকে  সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের জলঘাটা খাল নামক স্থানে এ ঘটনা ঘটে।

অপহৃতরা হলেন, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার উপজেলার হরিনগর গ্রামের গফ্ফার গাজীর ছেলে আল মামুন (১৮), একই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম (২০), মুছা গাজীর ছেলে জহুর আলি (২২)। আহতরা হলেন, একই উপজেলার আবাদ চণ্ডিপুর গ্রামের গ্রামের ইয়াছিন আলি (৩০)ও গফ্ফার গাজী (৫০)।
সুন্দরবনে মারপিটের শিকার গফফার গাজী ও গ্রামের ইয়াছিন আলি জানান, সাতক্ষীরা রেঞ্জের কদমতলা ফরেষ্ট ষ্টেশন থেকে পাশ (অনুমতিপত্র) নিয়ে গত সোমবার তারাসহ পাঁচজন সুন্দরবনে কাঁকড়া শিকার করতে যান। বুধবার ভোরে জলঘাটা নামক স্থানে কাকড়া ধরার সময় বনদস্যু জনাব আলীর সহযোগিরা তিন লাখ টাকা মুক্তিপনের দাবিতে মামুন, সাইফুল ও জহুল আলীকে অপহরণ করে। এসময় তাদের উপর হামলা করলে নদীতে সাঁতার দিয়ে অন্যত্র চলে যান। অঅগামি চার দিনের মধ্যে দাবিকৃত টাকা নিদ্দিষ্ট একটি বিকাশ নম্বরে পাঠিয়ে না দিলে অপহৃতদের হত্যা করে লাশ নদীতে ভাসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।
মুন্সিগঞ্জ ইউপি চেয়ারম্যান আবুল কাশেম জানান, অপহৃতদের পারিবারিক ভাবে উদ্ধারের চেষ্টা চলছে। সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক কেরামত আলি মল্লিক জানান, তিনি বিষয়টি লোকমুখে শুনেছেন।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বিপ্লব জানান, জেলে অপহরনের বিষয়ে থানায় কেউ এখনো লিখিত অভিযোগ করেনি।

(আরকে/এএস/মে ২৮, ২০১৪)