গাইবান্ধা প্রতিনিধি : বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু বলেছেন, ৫ জানুয়ারীর সংসদ নির্বাচনে ভোট ও ভোটারের দরকার হয় নাই। ফলে আপনার আমার সবার সাংবিধানিক অধিকার, নাগরিক অধিকার, ভোটের অধিকার থেকে শেখ হাসিনা আমাদের বঞ্চিত করেছেন। এবার পৌরসভা নির্বাচনে ৫ জানুয়ারী মত ফাঁকা মাঠে শেখ হাসিনাকে গোল দিতে দেয়া হবে না। ধানের শীষ মার্কায় ভোট দিয়ে ওই নির্বাচনে ভোট দিতে না পারার ক্ষোভ সুদে আসলে তুলে নিতে হবে।

গাইবান্ধার গোবিন্দগঞ্জের বোয়ালিয়া মোড়ে পৌরসভা নির্বাচনে বিএনপি প্রার্থীর সমর্থনে এক পথসভায় শুক্রবার বিকেলে তিনি এ কথা বলেন।

তিনি প্রশাসনের উদ্দেশ্যে বলেন, এই দিন দিন নয় আরো দিন আছে। নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করবেন না। নিরপেক্ষভাবে জনগনকে ভোটাধিকার প্রয়োগ করতে দিন। ধানের শীষের ভোটাররা ফলাফল না হওয়া পর্যন্ত ভোট কেন্দ্র পাহারা দিবে।

গোবিন্দগঞ্জ থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি রেজানুল হাবীব রফিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য বিলকিস ইসলাম, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি ফরহাদ হোসেন আজাদ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক গাউছুল আজম ডলার, পৌর বিএনপির সাধারন সম্পাদক এস এম আলতাব হোসেন পাতা ও বিএনপি মনোনিত প্রার্থী পৌর বিএনপির সভাপতি ফারুক আহম্মেদের স্ত্রী মহিলা বিষয়ক সম্পাদিকা মঞ্জুরী মোর্শেদা প্রমুখ।

গোবিন্দগঞ্জ পৌর নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী পৌর বিএনপি সভাপতি ফারুক আহম্মেদ ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

(ওএস/এইচআর/ডিসেম্বর ১৯, ২০১৫)