ঈরদী (পাবনা) সংবাদদাতা : ঈশ্বরদী মুক্ত দিবস উদ্যাপন উপলক্ষে শনিবার দিনব্যাপী পাকশী পেপার মিল চত্বরে ভারতে প্রশিক্ষণপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, পুর্নমিলনী, পদক ও পুরস্কার বিতরণ, বর্ণাঢ্য র‌্যালী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অতিথি বিহীন এসব অনুষ্ঠানে প্রধান পৃষ্টপোষক হিসাবে আলোচনায় অংশ নেন অবসর প্রাপ্ত অতিরিক্ত ডিআইজি বীর মুক্তিযোদ্ধা মাহফুজুল ইসলাম রঞ্জু। এছাড়া মুক্তিযুদ্ধকালীন কোম্পানী কমান্ডার এ্যাড. সদরুল হক সুধা, এম রশিদুল্লাহ, আব্দুল খালেক, তহুরুল ইসলাম মোল্লা, শামছুল আলম মুকুল ও আবুল বাশার বাদশা আলোচনায় অংশ নেন।

অনুষ্ঠানে ভারত প্রশিক্ষপ্রাপ্ত মোট ৫’শ ১ জন মুক্তিযোদ্ধা অংশ নেন। সকাল ১১টায় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় ও মুক্তিযুদ্ধের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। আলোচকরা মুক্তিযোদ্ধাদের মধ্যে পদক ও পুরস্কার বিতরন শেষে বর্ণাঢ্য পদযাত্রা ও মোটরযান র‌্যালীতে অংশ নেন।

আলোচনা পর্বে বক্তারা বলেন, ঈশ্বরদী মুক্ত দিবস নিয়ে বিভিন্ন জনের বিভিন্ন মত থাকলেও প্রকৃত পক্ষে ১৯৭১ সালের ১৯ ডিসেম্বর এখানে পাক বাহিনী মিত্র বাহিনীর নিকট আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পন করে। যদিও ঈশ্বরদীর গ্রামঞ্চলগুলো ১৬ ডিসেম্বরের আগেই পাক বাহিনী মুক্ত হয়েছিলো। কিন্তু ঈশ্বরদী শহর ও অবাঙালি অধ্যুষিত পাক বাহিনীর একটি ঘাঁটি থাকায় ঈশ্বরদী শহর মুক্ত হতে বিলম্ব হয়।

(এসকেকে/এইচআর/ডিসেম্বর ১৯, ২০১৫)