গাইবান্ধা প্রতিনিধি : আসন্ন পৌরসভা নির্বাচনে গাইবান্ধার সুন্দরগঞ্জে আ’লীগ মনোনীত প্রার্থী পুনুরুদ্ধার, জাপা-বিএনপি-জাসদ-জেপি ও স্বতন্ত্র প্রার্থীগণ প্রথম বারের মতো বিজয়ের লড়াই মেতেছেন।

এবারেই প্রথম বারের মতো দলীয় প্রতীকে নির্বাচন হলেও আ’লীগ মনোনীত (নৌকা) প্রার্থী আব্দুল্লাহ্ আল মামুন বর্তমান মেয়র হিসেবে রয়েছেন। তিনি এবারে দলীয় মনোনয়ন পেয়ে পৌর মসনদ পুনুরুদ্ধারে লড়াইয়ে নেমেছেন।

জাপা মনোনীত প্রার্থী হলেন, সহকারী অধ্যাপক আলহাজ্ব মশিউর রহমান সরকার (লাঙ্গল), বিএনপি মনোনীত প্রার্থী আজাদুল করিম প্রমানিক নিপু (ধানের শীষ), জেপি মনোনীত প্রার্থী আলহাজ্ব মশিয়ার রহমান (বাই-সাইকেল), জাসদ মনোনীত প্রার্থী শাহাদত হোসেন সবুজ (মশাল)।

এছাড়া আ’লীগের আরো ৩ বিদ্রোহী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন এটিএম মাসুদ-উল-ইসলাম অঞ্চল (মোবাইল ফোন), দেবাশীষ কুমার সাহা (চামুচ) ও অধ্যক্ষ শাহীন আহম্মেদ সবুজ (জগ) প্রতীকে পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে বর্তমান মেয়র আব্দুল্লাহ্ আল মামুন ছাড়া অন্য সকল প্রার্থী প্রথমবারের মতো পৌর মসনদ বিজয়ের লড়াইয়ে নেমেছেন। এরপূর্ব উপ-নির্বাচনে মেয়র পদে আব্দুল্লাহ্ আল মামুনের সঙ্গে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় হেরেযান এটিএম মাসুদ-উল ইসলাম চঞ্চল ও আলহাজ্ব মশিয়ার রহমান। এছাড়া, অন্যান্য প্রার্থীগণ এবারই প্রথমবারের মত নির্বাচনে অংশগ্রহন করেছেন। আসন্ন নির্বাচনে ত্রি-মুখী লড়াইয়ের সম্ভবনা রয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

(আরআই/এএস/ডিসেম্বর ১৯, ২০১৫)