খাগড়াছড়ি প্রতিনিধি : ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক একরাম হত্যায় জড়িত সন্দেহে সাবেক ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান বেলাল হোসেনকে (৪৫) খাগড়াছড়ি থেকে আটক করা হয়েছে।

জেলার মাটিরাঙ্গা উপজেলার বর্ণাল ডাকবাংলো এলাকার আবুল বাশারের বাড়ি থেকে বুধবার রাত আড়াইটার দিকে তাকে আটক করে থানা পুলিশ। এসময় বেলালকে আশ্রায়দাতা আবুল বাশারকেও আটক করা হয়।

মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বর্ণাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আকবর জানান, আবুল বাশার স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি।

মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনউদ্দিন খান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আটক ব্যক্তি যে বেলাল হোসেন, তা ফেনী সদর থানার ওসি মাহবুব মোর্শেদের সঙ্গে ফোনে বিস্তারিত আলোচনা করে নিশ্চিত হয়েছেন।

ওসি মাইনউদ্দিন আরও জানান, বেলাল মাটিরাঙ্গা সীমান্ত পাড়ি দিয়ে ভারতের দক্ষিণ ত্রিপুরায় যাওয়ার চেষ্টা করছিলেন বলে ধারণা করা হচ্ছে।

এর আগে গত সোমবার সকালে বেলালের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ করে একরাম সমর্থকরা। পরে স্থানীয়রা এসে আগুন নিভিয়ে ফেলে।

বেলাল ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি একরামুল হক একরামের সহযোগী ছিলেন।

(ওএস/এইচআর/মে ২৯, ২০১৪)