বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচারের সময় বেনাপোল চেকপোষ্ট থেকে সাত শিশু ও তিন নারীকে উদ্ধার করেছে বডার গার্ড বাংলাদেশ- বিজিবি।

চেকপোস্ট এলাকার একটি দোকান থেকে বুধবার রাত ৮টার দিকে এদের উদ্ধার করা হয়। তবে কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।

উদ্ধার শিশুরা হলো মোজাম হোসেন (১১), নূর মোহাম্মদ (১০), মুর্তোজা (১২), তাহা (৬), তানজিলা (১৫), সাবিয়া (১৬) ও আকলিমা (১৪)। তিন নারী হলেন- হেনা বেগম (২৮), রাহেলা খাতুন (৪৫) ও মরিয়ম (২৮)। এদের সবার বাড়ি নড়াইল জেলার বিভিন্ন উপজেলায়।

যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তাদের বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

উদ্ধার হওয়া তিন নারী জানান, তারা কাজের সন্ধানে দালালের মাধ্যমে ভারতে যাচ্ছিলেন। সঙ্গে থাকা শিশুরা তাদের নিজেদের ছেলে-মেয়ে ও আত্মীয় স্বজনের সন্তান বলে দাবি করেন। তারা আরও জানান, এসব শিশুর বাবা-মা ভারতে রয়েছেন।

(ওএস/এইচআর/মে ২৯, ২০১৪)