নওগাঁ প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে ফেন্সিডিলসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের রবিবার আদালতে সোর্পদ করা হয়েছে।

রাণীনগর থানার ওসি আব্দুল লতিফ খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোরে উপজেলা বাস স্ট্যান্ড এলাকায় তুহিন হোসেনের (২২) দোকানে অভিযান চালিয়ে টেবিলের নিচ থেকে ১৬ বোতল ফেন্সিডিলসহ দোকান মালিক তুহিন, নওগাঁর বড়িয়াপুর গ্রামের নাজমুল হক (২৬), তার স্ত্রী লাকি আক্তার (২০), রাণীনগর উপজেলার পাক-এনায়েতপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে হাবিবুর রহমান (২১) ও খট্টেশ্বর গ্রামের আলতাব হোসেনের ছেলে আরমান হোসেন (২৪) কে গ্রেফতার করা হয় ।

গ্রেফতারকৃতরা সবাই মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে জানান ওসি।

(বিএম/এইচআর/ডিসেম্বর ২০, ২০১৫)