গোপালগঞ্জ প্রতিনিধি :গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রতিপক্ষের হামলায় রোমেচা বেগম (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছে।

আজ রোববার সন্ধ্যায় টুঙ্গিপাড়ার বর্নি গ্রামের বিশ্বাস পাড়ায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। এ সময় নিহতের ছেলে বউ লিমা বেগম(৩৫) নামে এক নারী আহত হন। তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত রোমেচা বেগম ওই গ্রামের বেলায়েত বিশ্বাসের স্ত্রী।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হক জানিয়েছেন, বর্নি ইউনিয়নের বর্তমান ইউপি চেয়ারম্যান খালিদ হোসেন ও সাবেক চেয়ারম্যান সাজ্জাদ করিম মন্টুর সমর্থকদের মধ্যে দীর্ঘ বছর ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে আজ রোববার সন্ধ্যায় হামলার ঘটনা ঘটে।

বর্নি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান খালিদ হোসেন সাংবাদিকদেরকে জানিয়েছেন, তিনি বিকেলে তার অফিস থেকে বাড়ি যাবার পথে সাজ্জাদ করিম মন্টুর লোকজন তাকে লাঞ্চিত করে। এনিয়ে তার ফুফু রোমেচা বেগম প্রতিবাদ করায় হামলাকরীরা বাড়ি-ঘরে হামলা চালায় এবং তার ফুফুকে কুপিয়ে মারাত্মক আহত করে। পরে চিকিৎসার জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালে নেয়া হলে সেখানে তিনি মারা যান।

(এমএইচএম/এস/ডিসেম্বর২০,২০১৫)