গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার ফুলছড়িতে ইউপি নির্বাচন স্থগিত করার পায়তারায় ৪নং গজারিয়া ইউনিয়নে অর্ধদিবস হরতাল পালিত হয়েছে। বিক্ষিপ্ত পিকেটারদের হামলায় এক ইউপি সদস্য আহত হওয়া খবর পাওয়া গেছে।

উপজেলার গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোতোষ রায় মিন্টু কর্তৃক নির্বাচন স্থগিত করার পায়তারার প্রতিবাদে পূর্বঘোষিত কর্মসূচী অনুযায়ী গতকাল সোমবার গজারিয়া নাগরিক ঐক্যের ডাকে সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত হরতাল পালিত হয়েছে। হরতাল চলাকালে যানবাহনসহ ফুলছড়ি বাজারের সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল। পিকেটাররা দফায় দফায় বিক্ষোভ মিছিল করে। ফুলছড়ি বেইলী ব্রীজ থেকে তিস্তামুখঘাট পর্যন্ত রাস্তার বিভিন্ন স্থানে ইট, পাথর, গাছের গুড়ি ও টায়ারও জ্বালিয়ে বেড়িকেট সৃষ্টি করে।

এক পর্যায়ে পিকেটারদের হামলায় ১নং ওয়ার্ডের ইউপি সদস্য গোলজার রহমান গুরুত্বর আহত হলে তাকে ফুলছড়ি উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। ফুলছড়ি থানা মোড়ে দুপুর ১২টায় গজারিয়া নাগরিক ঐক্যের পরিষদের সভাপতি ছাইদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সামছুল আলম, আওয়ামীলীগ নেতা শফিউল আলম, নুরুন্নবী মুন্সী, মকবুল হোসেন, মোহাম্মদ আলী ব্যাপারী, হাবিবুর রহমান হবি, খলিলুর রহমান তোতা, যুবলীগ নেতা আরিফুল ইসলাম, আব্দুল লতিব, বিএনপি নেতা মন্জুরুল আলম কনক, সাইফুল ইসলাম সাজু, জয়নাল আবেদীন, রিপন মিয়া, সাবেক ইউপি সদস্য শহিদুল ইসলাম সহিদ, সবুর সরকার, আব্দু রহিম মধু, ছাত্রলীগ ইউনিয়ন সভাপতি জিহাদুল ইসলাম মওলা, ফিরোজুল, রাসেল প্রমূখ। মঙ্গলবার সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত মানববন্ধন কমসূচীর ডাক দিয়েছেন গজারিয়া নাগরিক ঐক্যে পরিষদ।

(আরআই/এএস/ডিসেম্বর ২১, ২০১৫)