বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে প্রসবকালীন ঝুঁকি এড়াতে প্রজনন স্বাস্থ্য বিষয়ক তিন দিন ব্যাপী  প্রশিক্ষণ কর্মশালা সোমবার সকালে প্রেসক্লাব অডিটরিয়ামে শুরু হয়েছে। বাগেরহাটের জেলা প্রশাসক মো. জাহাংগীর আলম সকালে এ কর্মশালার উদ্বোধন করেন। ইউএনএফপিও এর অর্থায়নে স্বাস্থ্য অধিদপ্তর এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।

বাগেরহাটের সিভিল সার্জন ডা. অরুন চন্দ্র মন্ডলের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, বাগেরহাট জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মো. মাহাবুবুল আলম, ইউএনএফপিও র প্রতিনিধি প্রমুখ।

গর্ভবতী মায়ের মৃত্যু রোধ, নবজাতকের মৃত্যু রোধসহ একলেমশিয়া প্রতিরোধে সচেতনতামূলক বিষয়ে প্রশিক্ষন দেয়া হচ্ছে। ৩ দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় বাগেরহাটের উপকুলীয় ৪টি উপজেলার নির্বাহী কর্মকর্তা, স্বাস্থ্য কর্মকর্তা, উপজেলা পারবার পরিকল্পনা কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা, সাংবাদিকসহ মোট ৩৬ জন অংশ নিচ্ছেন।

(এসএকে/এইচআর/ডিসেম্বর ২১,২০১৫)