চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় নিখোঁজের তিন দিন পর বুধবার রাতে সেপটিক ট্যাংক থেকে মরিয়ম নামের এক গৃহবধূর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বাড়ি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জোড়গাছা গ্রামে।

জানা যায়, আলমডাঙ্গা উপজেলার জোড়গাছা গ্রামের আবুল হোসেনের ছেলে আমিরুল ইসলাম ও তার স্ত্রী মরিয়ম বেগম গত সোমবার নিখোঁজ হন। অনেক খোঁজাখুজির পরও তাদের না পেয়ে মরিয়মের ভাই নাসির উদ্দীন বাদী হয়ে আলমডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

বুধবার রাতে তাদের বাড়ির সেপটিক ট্যাংক থেকে প্রচণ্ড দুর্গন্ধ ছড়াতে থাকে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে ট্যাংক থেকে মরিয়মের অর্ধগলিত লাশ উদ্ধার করে।

মৃতের ভাই নাসির উদ্দীন অভিযোগ করেন, আমিরুল পূর্ব পরিকল্পিতভাবে তার বোনকে হত্যার পর লাশ যাতে খুঁজে পাওয়া না যায় সে জন্য সেপটিক ট্যাংকে ফেলে কৌশলে গা ঢাকা দিয়েছেন।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এনজিও থেকে ঋণের টাকা নিয়ে বিরোধের জের ধরে স্বামী আমিরুল ইসলামই মরিয়মকে গলাটিপে হত্যা করেছে বলে তথ্য পাওয়া গেছে।

তিনি আরো জানান, আমিরুলকে গ্রেফতারের চেষ্টা চলছে।


(ওস/জেএ/মে ২৯, ২০১৪)