সাতক্ষীরা প্রতিনিধি : পশ্চিম সুন্দরবনের জলঘাটা খাল থেকে শ্যামনগরের তিন জেলেকে তিন লাখ টাকা মুক্তিপণের দাবিতে অপহরণ করেছে বনদস্যু জোনাব বাহিনী।

অপহৃতরা হলেন, উপজেলার হরিনগর গ্রামের গফফার গাজীর ছেলে মামুন (১৮), একই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম (২০) ও মুছা গাজীর ছেলে জহুর আলি (২২)।

এদিকে মুক্তিপণের টাকা না পেয়ে আগে অপহৃত ইয়াছিন আলি (৩০) ও গফফার গাজী (৫০) নামের দুই জেলেকে ব্যাপক মারধর করে ছেড়ে দেয় দস্যু বাহিনী।

আহত গফফার গাজী ও ইয়াছিন আলি শ্যামনগরে চিকিৎসা নিতে এসে জানান, গত চার দিন আগে সাতক্ষীরা রেঞ্জের কদমতলা ফরেস্ট স্টেশন থেকে পাস (অনুমতিপত্র) নিয়ে সুন্দরবনের জলঘাটায় কাঁকড়া ধরতে গেলে দস্যু বাহিনী আমাদের ধরে। তারা তিন লাখ টাকা মুক্তিপণের দাবিতে তিন জেলেকে আটক রেখে আমাদের ব্যাপক মারধর করে ছেড়ে দেয়। চারদিনের মধ্যে দাবিকৃত টাকা না দিলে অপহৃতদের হত্যা করে নদীতে লাশ ভাসিয়ে দেওয়ার হুমকি দিয়েছে বনদস্যু বাহিনী।

উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম জানান, পারিবারিকভাবে জেলেদের উদ্ধারের চেষ্টা চলছে। সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক কেরামত আলি মল্লিক জেলে অপহরণের বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে শ্যামনগর থানার ওসি আমিনুর রহমান বৃহস্পতিবার সকালে জানান, জেলে অপহরণের বিষয়ে থানায় কেউ এখনো লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

(ওএস/এইচআর/মে ২৯, ২০১৪)