ভাবছি

একটু খানি দেখা
চোখে চোখ
মনে মন
হারাই দু জন ।
কিবা তাতে যায়
কি যে করি হায়।

শুধু প্রান
কি যে ঘ্রান
মহাকাল হাতড়াই
যদি কিছু পাই ।
তোমাকেই চাই
যদি বা না পাই।

শুধু ভয়
কি যে হয়
কেঁপে উঠে মন
মাছি ভন ভন ।
হয়েছে যা ভুলে
কথা মন খুলে ।

বুঝি কেঁপে উঠে মন
নির্লিপ্ত কিছুক্ষন
রাতে রাত
হাতে হাত
অবাক হৃদয়।
কি জানি কি হয়।


কথা দিয়ে মন
হারাতে কতক্ষন
তবু কি যে চাই
পাই বা না পাই
আরো বেশী চাই ।
হারাবার ভয়
তাতে কি বা হয়।

হাত ছুঁয়েছি

অবাক হয়ে হাত ছুঁয়েছি এখন উপায় কি,
জমিয়ে রাখা ইচ্ছেগুলো লুকিয়ে রেখেছি।
শীতল মনে ছড়িয়ে পড়া মন ফাগুনের বন ,
জলের ধারা নিবিড় করে ছুঁয়ে যায় যে মন।
আসবে কখন বল তুমি অচিন পুরের রথে,
ক্লান্ত দুপুর যায় যে বয়ে, লড়াই মনের সাথে।
বর্ষা লাফায় তৃষ্ণা জাগায় – উষ্ণতারই আগুন,
কৃষ্ণচূড়ার লাল রং টা মনে ধরায় ফাগুন।
একটুখানি ভাবতে গিয়ে লুকিয়ে থাকা ব্যথা,
ঘায়েল করে অটল আকাশ মুড়িয়ে জরির ফিতা।