মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর শিবচর পৌরসভা নির্বাচনে বিনা প্রতিদ্বন্ধিতায় মেয়রের আসনে বসতে না পারলেও বর্তমানে নৌকা সহজে জয়ের পথে এগিয়ে রয়েছে। তবে এ জন্য অপেক্ষা করতে হবে ৩০ ডিসেম্বর পর্যন্ত। ওই দিনই ভাগ্য নির্ধারণ হয়ে যাবে কে বসছেন পৌর পিতার আসনে। আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আওলাদ খান নাকি তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্রপ্রার্থী তোফাজ্জেল হোসেন খান তোতা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শিবচর পৌরসভায় মেয়র পদে ৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করলে প্রাথমিক যাচাই-বাচাইয়ে ৩ জনের মনোনয়ন বাতিল করেন উপজেলা নির্বাচন রির্টানিং কর্মকর্তা। পরে বিএনপি মনোনীত প্রার্থী জাহাঙ্গীর কামাল ও স্বতন্ত্র প্রার্থী তোফাজ্জেল হোসেন তোতা জেলা প্রশাসকের কাছে আপিল করেন।

আপিলে বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিল করা হলেও স্বতন্ত্রপ্রার্থী তোফাজ্জেল হোসেন তোতার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

অন্য স্বতন্ত্রপ্রার্থী আবির গোমস্তা আপিল না করায় তার প্রার্থীতা বাদ পড়ে যায়। যে কারণে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আওলাদ খান এক প্রকার ঝিমিয়েই স্বতন্ত্রপ্রার্থী তোফাজ্জেল হোসেন খান তোতার সাথে ভোট যুদ্ধে লড়ছেন। শক্ত প্রতিদ্বন্দ্বী না হওয়ায় নৌকা সহজে জয়ের পথে এগিয়ে রয়েছে। নিরুত্তাপ নির্বাচনী ময়দান শুধু উত্তপ্ত রয়েছে কাউন্সিলর ও সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলরদের জন্য।

এদিকে শিবচর পৌরসভার ৯টি ওয়ার্ডের মধ্যে একজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর নির্বাচিত হওয়ায় বর্তমানে ৮টি ওয়ার্ড কাউন্সিলর পদে ৩৩ জন এবং ৩ টি সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলর পদে ১৪ জন প্রার্থী নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন।

আগামী ৩০ ডিসেম্বর শিবচর পৌরসভা নির্বাচনে ১৫ হাজার ২৯২ জন ভোটার ৯টি কেন্দ্রে ৪৮টি বুথে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

(এএসএ/এইচআর/ডিসেম্বর ২২, ২০১৫)