মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর কালকিনি পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করায় মঙ্গলবার বিকেলে দুইজন অটোবাইক চালককে ১০ দিন করে জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, কালকিনির ৯নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আলাউদ্দিন তালুকদার ও অপর প্রার্থী মোতালেব হাওলাদারের নির্বাচনী স্টিকার দুটি অটোবাইকে লাগানো থাকে। এতে করে ভ্রাম্যমান আদালত নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করার দায়ে অটোবাইক চালক একই উপজেলার গোপালপুর গ্রামের মো. লালু খানের ছেলে মো. তোবারক খান (২৮) ও দক্ষিণ গোপালপুর গ্রামের আমীর ঘরামীর ছেলে রিপন ঘরামীকে (৩৫) ১০ দিন করে জেল দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

মাদারীপুর জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বদরুদ্দোজা শুভ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এই আদেশ দেন।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ইদ্রিস আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(এএসএ/এইচআর/ডিসেম্বর ২২, ২০১৫)