খাগড়াছড়ি প্রতিনিধি:খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দুর্বৃত্তদের হামলায় নজরুল ইসলাম (৫৫) নামের এক বিএনপি নেতা খুন হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার ৪নম্বর পৌর ওয়ার্ডের ইসলামনগর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নজরুল ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত চাঁন মিয়ার ছেলে এবং তিনি উপজেলা কৃষক দলের জ্যেষ্ঠ সহ-সভাপতি।

মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন টিটো জানান, বাড়ি ফেরার পথে হামলার শিকার হন তিনি। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহতবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মুখে ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তবে ঘটনার সঙ্গে কারা জড়িত তা জানা যায়নি।

এদিকে হত্যাকাণ্ডের ঘটনায় নৌকা প্রতীক সমর্থিত নেতাকর্মীদের দায়ী করেছে মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচনের বিএনপি’র মেয়র প্রার্থী মো. বাদশা মিয়া। তিনি বলেন, ‘উপজেলা কৃষক দলের জ্যেষ্ঠ সহ-সভাপতি নজরুল ইসলাম ধানের শীষ প্রতীকের হয়ে কাজ করায় তাকে হত্যা করা হয়েছে।’

তবে বিএনপি প্রার্থীর এমন অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগ মনোনীত মেয়র মো. শামসুল হক বলেন, 'পরিস্থিতি ঘোলাটে করতেই বিএনপি নেতাকর্মীরা পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়ে আওয়ামী লীগের ওপর দায় চাপাচ্ছে । আমার কর্মী-সমর্থরা কখনও এ ধরনের ঘটনা ঘটাতে পারে না।'


(ওএস/এস/ডিসেম্বর২৩,২০১৫)