স্পোর্টস ডেস্ক, ঢাকা : শ্রীলঙ্কা ২০১২ সালে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের কাছে ফাইনাল হেরে টি-টোয়েন্টির শিরোপা খুঁইয়েছিল। আরো বেশি খুনে মেজাজী এবারের প্রতিপক্ষ। কারণ, এবারের প্রতিপক্ষের নাম যে উড়তে থাকা ভারত। তবে এবার চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে আশাবাদী লঙ্কানরা। আর এ ব্যাপারে দিনেশ চান্ডিমালদের পাশেও দাঁড়িয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। এবার বিশ্বকাপ জিতলেই ক্রিকেটারদের প্রত্যেককেই কাড়িকাড়ি টাকা দেয়া হবে বলে আগাম ঘোষণা দিয়েছে লঙ্কান ক্রিকেট বোর্ড।

বাংলাদেশের বিপক্ষে অ্যাওয়ে সিরিজ খেলার পর এশিয়া কাপ। তারপর বিশ্বকাপ। প্রায় দু মাস ধরে বাংলাদেশের মাটিতে শ্রীলঙ্কান ক্রিকেটাররা। তাই এদেশের উইকেট ও কন্ডিশন সম্পর্কে বেশ সখ্যতা ও পরিচিতি হয়েছে অ্যাঞ্জেলো ম্যাথিউস-নুয়ান কুলাসেকারাদের। যেখানে প্রথম দুটি সিরিজেই ট্রফি হাতে উঠেয়েছে শ্রীলঙ্কা। এবার আরেকটি ট্রফি জয়ের ক্ষণে। যেখানে জয় ছিনিয়ে নিলে শ্রীলঙ্কার প্রত্যেক ক্রিকেটারকে বোনাস দেয়া হবে। তাই বাড়তি প্রাপ্তি আর ফাইনালের কুফা কাটাতে চনমনে হয়েই মাঠে নামবে দ্বীপরাষ্ট্রটি। তাছাড়া কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়বর্ধনেদের বিদায়ী উপহারের একটা বিষয় তো আছেই।

(ওএস/পি/এপ্রিল ০৬,২০১৪)