গাইবান্ধা প্রতিনিধি : বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন বলেছেন, ‘‘একটিমাত্র প্রতীক আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করেছে। তাই, সব দ্বিধা-বিভক্তি ভুলে গিয়ে সুন্দরগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল মামুনকে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করুন।’

জেলার সুন্দরগঞ্জ পৌরসভার নির্বাচন উপলক্ষে স্থানীয় ডিডব্লিউ ডিগ্রি কলেজ প্রাঙ্গণে নির্বাচনী জনসভায় বুধবার দুপুরে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।

রিপন বলেন, ‘স্বাধীনতাবিরোধী শক্তি বিগত দিনে নানা ধরনের নৈরাজ্য, অরাজকতা চালিয়ে সুন্দরগঞ্জকে অসুন্দর করেছে। এ বদনাম ঘোচাতে হলে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতীক ‘নৌকা’য় ভোট দেওয়ার বিপল্প নেই’।

রিপন আরও বলেন, ‘বিগত দিনে বিভিন্ন সময় ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মামুন সুন্দরগঞ্জবাসীর পাশে থেকেছেন, এখনও আছেন এবং থাকবেন। তিনি এই পৌরসভার অনেক সমস্যার সমাধান করেছেন। সে জন্য তিনি একজন সফল মেয়র।’

আসন্ন নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি।

সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি টিআইএম মকবুল হোসেন প্রামাণিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সাঘাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওয়ারেছ আলী প্রধান, ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেলিম পারভেজ, সাদুল্যাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহরিয়া খান বিপ্লব, সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক সাজেদুল ইসলাম, পৌর আওয়ামী লীগ সভাপতি আহসান করিম চান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।

এর আগে মাহমুদ হাসান রিপন পৌর শহরের কাঁঠালতলীর মোড়ে নৌকা মার্কায় ভোট চেয়ে ভোটারদের মধ্যে হ্যান্ডবিল বিতরণ করেন।

(ওএস/এইচআর/ডিসেম্বর ২৩, ২০১৫)