মেহেরপুর প্রতিনিধি :মেহেরপুর দৈনিক ইত্তেফাকের ৬৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। অনুষ্ঠানটি সাংবাদিক-রাজনীতিবিদ এবং সুধিসমাজের উপস্থিতিতে বৃহস্পতিবার সকাল ১০ টায় মেহেরপুর প্রেসক্লাবে আলোচনা সভা ও কেক কাটা কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়।

ইত্তেফাকের মেহেরপুর প্রতিনিধি আবু লায়েছ লাবলুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মেহেরপুর -১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের সহকারী কমিশনার আমিনুল ইসলাম, সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান। আরো বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমীর সহসভাপতি প্রভাষক নুরুল আহমেদ, সিনিয়র সাংবাদিক রফিকুল আলম ও আলামিন হোসেন প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে মেহেরপুর- ১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন বলেন, বাংলাদেশের স্বাধীনতাকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে এদেশের জনগণের প্রত্যাশা এবং প্রাণের কথা জানান দেয়ার জন্য ইত্তেফাক অনন্য ভূমিকা রেখেছিল। আর এ কারণেই ইত্তেফাক ইতিহাসের অংশে পরিণত হয়েছে এবং মুক্তিযুদ্ধে গণসচেতনতায় অন্যতম ভুমিকা পালন করেছে। সবার একটি বাক্য ছিল ইত্তেফাক না পড়লে দিনের সব কাজের যেন পূর্ণতা পায় না। অন্যান্য আলোচকরা বলেন সাংবাদিকতার সুমহান অতীত ঐতিহ্য বজায় রেখে এ প্রজন্মের চাহিদার নিরিখে পত্রিকার আরও আধুনিকতার ওপর পরামর্শ দেন। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সাংবাদিক কামরুজ্জামান। পরে প্রধান অতিথি কেক কেটে ইত্তেফাকের ৬৩ বছরে পদার্পনের শুভ কামনা করেন।

(এমআই/এস/ডিসেম্বর২৪,২০১৫)