ফরিদপুর প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বঙ্গবন্ধুর সহচর ভাষা সৈনিক এস এম নুরুন্নবী ইন্তেকাল করেছেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি স্ত্রী, চার ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বৃহস্পতিবার ২৪ ডিসেম্বর দুপুর সাড়ে ৩টার দিকে ফরিদপুর হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি।

পরিবার সূত্র জানায়, বার্ধক্য জনিত রোগে দীর্ঘদিন অসুস্থ ছিলেন ভাষা সৈনিক এস এম নুরুন্নবী। তার মৃত্যুতে জাতীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি, এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপি, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ, ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মো. আব্দুর রহমান, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কাজী নিলুফার জাফরউল্লাহ, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর শামসুদ্দিন মোল্লার ছেলে, আওয়ামীলীগ নেতা এম এম শাহরিয়ার রুমি, ফরিদপুর জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা শোক জানিয়েছেন।

শুক্রবার বাদ জুমা ফরিদপুর শহরের রেডক্রিসেন্ট মার্কেটের সামনে নামাজে জানাজা শেষে আলীপুর কবরস্থানে দাফন করা হবে।

(ওএস/অ/ডিসেম্বর ২৪, ২০১৫)