স্পোর্টস ডেস্ক, ঢাকা : আসছে বছরের মার্চ- এপ্রিলে ভারতে বসছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। দলগুলোর পাশাপাশি স্টেডিয়ামগুলোও তৈরি হচ্ছে এ উপলক্ষে। তারই ধারাবাহিকতায় নতুন রূপ পেতে যাচ্ছে কলকাতার ইডেন গার্ডেন।

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের(আইসিসি) সুপারিশ অনুযায়ি তৈরি হচ্ছে দুইটি অস্থায়ী ড্রেসিং রুম। ক্লাব হাউসকে ওয়াই ফাই জোন করা হচ্ছে। এছাড়া আসছে নতুন গ্রাউন্ড কভার ও এলইডি স্কোরবোর্ড। স্টেডিয়ামের বি ব্লকের নিচে তৈরি হবে এই নতুন ড্রেসিংরুম দুটি, যেগুলিকে ব্যবহার করবেন নারী ক্রিকেটাররা। নিরাপত্তা-বিধি মেনেই এই ব্যবস্থা করা হচ্ছে।

নতুন বসতে যাওয়া এলইডি স্কোরবোর্ডের দায়িত্ব পেয়েছে সাবেক ক্রিকেটার ব্রিজেশ পাতিলের সংস্থা। নতুন গ্রাউন্ড কভার আসছে ইডেনে। যার যৌথ স্পনসর একটি ব্যাঙ্ক ও একটি স্টিল প্রস্তুতকারক সংস্থা। বিশ্বকাপ চলাকালীন ডিজে মিউজিকের ব্যবস্থাও থাকছে স্টেডিয়ামে।

১৫ ফেব্রুয়ারির মধ্যেই বিশ্বকাপের জন্য প্রস্তুত করে ফেলতে হবে পুরো স্টেডিয়াম। মার্চের আট তারিখ থেকে শুরু হয়ে এপ্রিলের তিন তারিখ পর্যন্ত চলবে এই ক্রিকেট জজ্ঞ।

(ওএস/পি/ডিসেম্বর ২৪, ২০১৫)