সাতক্ষীরা প্রতিনিধি : অবরোধ ও হরতাল চলাকালে নাশকতা সৃষ্টির অভিযোগে দায়েরকৃত মামলার তিন পলাতক মাদ্রাসা শিক্ষককে পুলিশ গ্রেফতার করেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে তাদেরকে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার মুকুন্দপুর চৌমুহুনী থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, জামায়াত কর্মী সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার বন্দকাটি গ্রামের মনিরউদ্দিন গাজীর ছেলে মাওলানা আব্দুল জব্বার (৫৮), একই উপজেলার বালিয়াডাঙা গ্রামের ছানাউল্লাহ বিশ্বাসের ছেলে আব্দুস সাত্তার (৫৯) ও চাঁচাই গ্রামের শহর আলীর ছেলে আব্দুস সামাদ (৫৭)।

গ্রেফতারকৃতরা উপজেলার মুকুন্দপুর চৌমুহুনী দারুল উলুম সিনিয়র ফাজিল মাদ্রসার শিক্ষক।

কালীগঞ্জ থানার উপপরিদর্শক সেকেন্দার আলী জানান, গত বছরের বিভিন্ন সময়ে জামায়াত শিবিরের হরতাল ও অবরোধ চলাকালে মুকুন্দপুর চৌমুহুনী মাদ্রাসার কয়েকজন শিক্ষক সন্ত্রাসী কর্মকাণ্ডের নির্দেশনা দিতেন। মামলা হওয়ার পর তারা পালিয়ে ছিলেন। গোপন খবরের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে মুকুন্দপুর চৌমুহুনী এলাকা থেকে তাদের তিনজনকে গ্রেফতার করা হয়।

(আরকে/জেএ/মে ২৯, ২০১৪)