ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : বিদেশে পাওনা টাকা নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে কবির মিয়া (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছে।

শুক্রবার দুপুরে উপজেলার নবীনগর পূর্ব ইউনিয়নের মোল্লা গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত কবির মিয়া মোল্লা গ্রামের ডা. ইব্রাহিম মিয়ার ছেলে। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়েছে। আহতরা স্থানীয় বিভিন্ন ক্লিনিক সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিদেশে পাওনা টাকাকে কেন্দ্র করে মোল্লা গ্রামের ওবায়দুল মেম্বার ও একই এলাকার মতি মেম্বারের সাথে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বৃহস্পতিবার বিকালে দুইজনের সাথে বাক-বিতন্ডা হয়। এরই জের ধরে শুক্রবার দুপুর ১২ টার দিকে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় ঘন্টাব্যাপী সংঘর্ষে কবির মিয়া টেটাবিদ্ধ হলে আশংকাজনক ভাবে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়েছে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো ইমতিয়াজ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। পরবর্তী সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।’

(ওএস/এইচআর/ডিসেম্বর ২৫, ২০১৫)