স্পোর্টস ডেস্ক : পাকিস্তানি পেসার আমিরের কারণে দলের ক্যাম্পে যোগ না দেওয়ায় অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ ও ওয়ানডে অধিনায়ক আজহার আলির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

স্পট কেলেংকারীর দায়ে পাঁচ বছরের নিষেধাজ্ঞা কাটানোর পর থেকেই আমিরকে নিয়ে নতুন বিতর্কের শুরু হয়েছিল। বাংলাদেশ প্রিমিয়ার লিগে চিটাগাং ভাইকিংসের প্রস্তাব ফিরিয়ে দিয়ে সেই বিতর্ক আরও উসকে দিয়েছিলেন হাফিজ। সর্বশেষ পিসিবি নিউ জিল্যান্ড সফরের পূর্বে কন্ডিশনিং ক্যাম্পে ডেকেছে আমিরকে। ফলে ক্যাম্প বর্জন করেছেন হাফিজ ও আজহার।

দুই সিনিয়র ক্রিকেটারের ক্যাম্প বর্জন ভালভাবে নেয়নি পিসিবি। বোর্ডের চেয়ারম্যান শাহরিয়ার খান এ বিষয়ে বলেন, ‘আমিরের ইস্যুটি নিয়ে আবারও আমরা আলোচনায় বসব। তারা (হাফিজ ও আজহার) যদি ইতিবাচক মনোভাব না দেখায় তবে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনায় থাকবে।’

(ওএস/এইচআর/ডিসেম্বর ২৫, ২০১৫)