স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগ রক্তপাত ঘটিয়ে জোর করে ক্ষমতায় থাকতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।

তিনি বলেন, এভাবে আর বেশি দিন তারা ক্ষমতায় থাকতে পারবেন না। রিজভী বলেন, বর্তমানে দেশে আইনের শাসন নেই, নেই কোনো মানবাধিকার। তাই দেশব্যাপী চলছে খুন, গুম ও অপহরণ।

বৃহস্পতিবার দুপুরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহামনের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের এসব কথা বলেন রিজভী। নরসিংদী জেলা যুবদলের নতুন কমিটির নেতাদেরকে সঙ্গে নিয়ে তিনি জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

রিজভী আহমেদ বলেন, বিএনপি নতুন করে সংগঠিত হচ্ছে, যাতে করে বর্তমান ক্ষমতাসীন ‘অবৈধ’ সরকার নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সবার অংশগ্রহণে নির্বাচন দিতে বাধ্য হয়।

আওয়ামী লীগে কিছু জামায়াত ও বিএনপি ঢুকে পড়েছে তাই দেশব্যাপী গুম খুন হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ কথার প্রসঙ্গ টেনে সাংবাদিককরা প্রশ্ন করলে জবাবে রিজভী আহমেদ বলেন, রাজনীতিতে বিভাজন থাকবে। তাই বলে প্রধানমন্ত্রী গৃহস্থকে রক্ষা না করে খুনীকে রক্ষা করবেন, তা জনগণ কখনো মেনে নিতে পারে না। তিনি খুনের দায় এড়াতে পারেন না।

রিজভী বলেন, আপনারা জানেন শেখ হাসিনাকে মহামান্য হাইকোর্ট ম্যাড (পাগল) বলে একটি রায় দিয়েছিলেন। তাই তার অনেক কথা দেশের জন্য কাল হয়ে দাঁড়ায়।

(ওএস/এটিআর/মে ২৯, ২০১৪)