পটিয়া(চট্টগ্রাম)প্রতিনিধি : বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয়  মহাসচিব মাওলানা এম এ মতিন বলেছেন, যুব সংগঠনের নামে দেশে কিছু সংগঠনের নেতা কর্মীরা মানুষ হত্যা,গুম, চাদাঁবাজিসহ বিভিন্ন অপরাধমুলক কর্মকান্ডের সাথে জড়িত থেকে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছে।

ফলে সাধারন মানুষ আজ আতঙ্কে দিন যাপন করছেন। এ ছাড়া সরকারি দল ও বিরোধী দলের কিছু নেতা কর্মীরা দেশে জঙ্গিবাদ ও সন্ত্রসবাদকে উৎসাহিত করছে । এদেরকে আদর্শিকভাবে মোকাবেলা করতে।যুব সেনা নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে দেশের সাধারন মানুষকে সাথে নিয়ে আর্দশিক যুব সংগঠকে এগিয়ে আসতে হবে।

গত ২৭ মে বিকেলে পটিয়া উপজেলা পরিষদস্থ শহীদ হালিম-লিয়াকত মিলনায়তনে দক্ষিন জেলা যুব সেনার আহবায়ক মাওলানা মুখতার হোসাইন শিবলীর সভাপতিত্বে ও সমাবেশ প্রস্তুতি কমিটির আহবায়ক মাস্টার এম কমরুদ্দিনের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, সমাবেশের উদ্বোধক ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় নেতা মাওলানা কাজী মঈনুদ্দিন আশরাফী,ইসলামী ফ্রন্টের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা কাজী সোলায়মান চৌধুরী, ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম দক্ষিন জেলা সভাপতি মাওলানা আহমদ হোসাইন আলকাদেরী, যুগ্ন সম্পাদক মাওলানা হাফেজ আহমদ আলকাদেরী, যুব সেনা কেন্দ্রীয় নেতা মুহাম্মদ আখতার হোসেন চৌধুরী,

সমাবেশে আরো বক্তব্য রাখেন , ছাত্রসেনা কেন্দ্রীয় সাধারন সম্পাদক জামাল উদ্দীন রাব্বানী, সমাবেশ প্রস্তুতি কমিটির সদস্য সচিব মোহাম্মদ মামুন উদ্দীন ছিদ্দিকী, বোয়ালখালী প্রেস ক্লাব সেক্রেটারী এস এম মোদাচ্ছির, যুব সেনা নেতা এস এম ফখরুদ্দিন, দক্ষিন জেলা যুব সেনা যুগ্ন আহবায়ক মঈনুদ্দিন জসিম, যুব নেতা ইফতেখার উদ্দীন খান রাশেদ, মাস্টার আলী খান, আকতার হোসেন, দিদারুল আলম, সাহাবুদ্দিন, সালাহ উদ্দীন খোকন, মাওলানা মালানানা মহি উদ্দীন, ছাত্র নেতা আবুল কালাম লিটন, নিজামুল করিম সুজন, মোহাম্মদ শাকিল, সাইফুদ্দিন বেলাল, এস এম রফিকুল আলম ওসমানী, সাহাদাৎ হোসেন, আবদুর রহিম কাদেরী প্রমুখ।

(এনআই/জেএ/মে ২৯, ২০১৪)