ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : বাড়ি বাড়ি গিয়ে শাড়ী ও টাকা দিয়ে ভোট কেনার অপচেষ্টাকারীদের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সভানেত্রী ও ভূমি মন্ত্রী মহোদয়ের সহধর্মিনী মিসেস্ কারুন্নাহার শরীফ।

শনিবার সকালে ঈশ্বরদী কর্মকারপাড়া মাতৃ মন্দিরে আয়োজিত হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। পূজা উদ্যাপন পরিষদের সভাপতি রমেন্দ্র নাথ চক্রবর্তির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তিনি আরো বলেন, এই ঈশ্বরদীতে আগে অনেক সন্ত্রাস হতো, আপনারা অনেকেই চাঁদাবাজীর শিকার হয়েছেন-কিন্তু এখন আর হয় না। হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে তিনি বলেন, আমার শরীরে একবিন্দু রক্ত থাকতেও আমি আপনাদের কোন সময়ই ক্ষতি হতে দেব না। ঈশ্বরদী পৌরসভার বেহাল অবস্থার কথা তুলে ধরে তিনি আবুল কালাম আজাদ মিন্টুর নৌকা প্রতিকে ভোট দেয়ার আহব্বান জানান। ঈশ্বরদীতে সন্ত্রাস ও মাদকমুক্ত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে মিন্টু বলেন, আপনাদের সহযোগিতায় ঈশ্বরদীতে পাবলিক লাইব্রেরী, অডিটোরিয়াম এবং শিশুদের জন্য বিনোদনের ব্যবস্থা করব।

পূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক সুনিল চক্রবর্তির সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ঈশ্বরদী মৌবাড়ি ও ঠাকুরবাড়ি মন্দির পরিচালনা কমিটি ও পৌর শ্মশান কমিটির সধারণ সম্পাদক অধ্যাপক স্বপন কুমার কুন্ডু, সাংবাদিক অধ্যাপক হাসানুজ্জামান, সাংবাদিক দেব দুলাল রায় প্রমূখ।

(এসকেকে/এইচআর/ডিসেম্বর ২৬, ২০১৫)