সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে দু-দল গ্রামবাসির সংঘর্ষে আহত হবিবর রহমান (৩২) নামে একজন মারা গেছে।  এ ঘটনায় আহত নারীসহ অন্তত ১৫ জন বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি রয়েছে।

শুক্রবার সকাল ও রাতে দু-দফা সংঘর্ষে আহত হবার পর শনিবার দুপুর তিনটার দিকে তিনি মারা যায়।

নিহত হবিবর রহমান সদর উপজেলার ফুলবাড়ি গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়সূত্র জানায়, সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের ফুলবাড়ি ও বহুলি ইউনিয়নের তেলকুপি পাশাপাশি গ্রাম হওয়ায় উভয় গ্রামের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটে। এরই একপর্যায়ে ফুলবাড়ি মাদ্রাসায় পড়তে যাওয়া এক ছাত্রীকে উত্যক্ত করার জের ধরে শুক্রবার সকালে ফুলবাড়ি গ্রামের হযরত আলীকে মারপিট করে তেলকুপি গ্রামের কতিপয় যুবকেরা। পরে রাতে আবারও ফুলবাড়ি ও তেলকুপি গ্রামবাসির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

এ সময় হবিবর রহমানসহ অন্তত ১৬ নারী-পুরুষ আহত হয়। প্রায় ১০টি বাড়ি ঘড় ভাংচুরের ঘটনা ঘটে। এ সময় আহতদের শহরের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসা শেষে বাড়ি নিয়ে যাওয়া হলে শনিবার দুপুর তিনটার দিকে হবিবর রহমান মারা যায়। এ ঘটনায় উভয় গ্রামবাসির মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই দুই গ্রামবাসির মধ্যে সংঘটিত সংঘর্ষের খবর পেয়েছি। তবে কারও নিহত হবার বিষয়টি আমি অবগত নই।

(এসএস/এএস/ডিসেম্বর ২৬, ২০১৫)