গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার পলাশবাড়ীতে কাঠবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে শিশুসহ তিনজন নিহত হয়েছেন।

উপজেলার ড্রিমল্যান্ড পার্ক সংলগ্ন আনিসের চাতাল নামক এলাকায় রবিবার দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরও তিন-চারজন আহত হযেছেন। আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পলাশবাড়ী থানার ওসি মজিবুর রহমান জানান, রংপুর থেকে ছেড়ে আসা বগুড়াগামী কাঠবোঝাই একটি ট্রাক দুপুরে আনিসের চাতাল নামক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ঘটনাস্থলে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ছাড়া আরও তিন-চারজন আহত হন। তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।

(ওএস/এইচআর/ডিসেম্বর ২৭, ২০১৫)