রাজবাড়ী প্রতিনিধি : পূর্ব শত্রুতার জের ধরে রাজবাড়ীর পাংশা পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ আলী সরদারের সমর্থক পল্লী চিকিৎসক আব্দুস সোবহানকে পিটিয়ে তার মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে গেছে প্রতিপক্ষ। বুধবার সন্ধ্যায় পাংশা রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। তাকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্রে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর মৈশালা গ্রামে দু পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পাংশা উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে পৌর কাউন্সিলর স্থানীয় আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী ও মোতালেব হোসেন মতুর সাথে বিরোধ চলে আসছিল বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, বুধবার বিকেলে আব্দুস সোবহান পাংশা বাজার থেকে মোটরসাইকেলযোগে মৈশালা বাসস্ট্যান্ডে তার ফার্মেসীতে ফিরছিলেন। পাংশা রেলগেট পার হবার পর প্রতিপক্ষের লোকজন তার পথরোধ করে বেদম মারপিট করে মোটরসাইকেলটি ছিনতাই করে নিয়ে যায়। এ ঘটনার কিছু পরে সন্ধ্যার দিকে কাউন্সিলর মোহাম্মদ আলীর বাড়ি মৈশালায় দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পাংশা থানার এসআই তোফাজ্জেল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে কাউকে আটক বা গ্রেফতার করা যায়নি। আহত সোবহানকে পুলিশ পাংশা হাসপাতালে দেখতে গিয়েছিল। তার মোটরসাইকেলটি এখনও উদ্ধার হয়নি। এব্যাপারে মোহাম্মদ আলীর চাচাতো ভাই অতুল সরদার বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
(এসসি/এএস/মে ২৯, ২০১৪)