রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর পাংশা পৌর এলাকার শত্রুজিৎপুর পালপাড়া আদি কালী মন্দিরের বুধবার গভীর রাতে কালী ও শিব প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা।

মন্দিরের সাধারণ সম্পাদক কমল চক্রবর্তী জানান, শত বছরেরও বেশি সময় ধরে এখানে প্রতি বছর জৈষ্ঠ্য মাসের প্রথম আমাবস্যায় কালী পূজা অনুষ্ঠিত হয়। গত মঙ্গলবার এ বছরের বাৎসরিক পূজা অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও নিয়মিতই এখানে পূজা অর্চনা হয়ে থাকে। বুধবার রাতে কে বা কারা মন্দিরের ভেতরে ঢুকে কালী ও শিব প্রতিমা হাত-পা ভাংচুর করে। এসময় মন্দিরের ভেতরে থাকা বিভিন্ন উপকরণও ভাংচুর করা হয়। বৃহস্পতিবার সকালে বিষয়টি পাংশা থানার পুলিশকে অবহিত করা হয়েছে।
পাংশা থানার ওসি আবুল বাশার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্বৃত্তদের চিহ্নিত করে তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।
(এসসি/এএস/মে ২৯, ২০১৪)