আন্তর্জাতিক ডেস্ক : ভারতের রাজধানী দিল্লির উপকণ্ঠ বেগমপুরে অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টি এএপি'র এক ঊর্ধ্বতন নেতা খুন হয়েছেন। ওই নেতার নাম ধিরেন্ধর (৩২)।

সোমবার সকালে তার খণ্ড বিখণ্ড লাশ উদ্ধার করেছে পুলিশ।

তিনি দলটির পূর্বাঞ্চল উইং ডিস্ট্রিক্টের প্রেসিডেন্ট ছিলেন।

ওই নেতার মৃত্যুতে এক টুইট বার্তায় শোক প্রকাশ করেছেন কেজরিওয়াল। সেইসঙ্গে ধিরেন্ধরের পরিবারের সদস্যদের সান্তনা জানাতে তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন বলেও জানিয়েছেন তিনি। খবর দ্য হিন্দুর।

ধিরেন্ধরের শরীর থেকে তার মাথা বিচ্ছিন্ন ছিল ও অন্যান্য অঙ্গ শরীর থেকে কেটে বিচ্ছিন্ন করা ছিল।

হত্যকারী কারা এ ব্যাপারে এখনো কোনো অগ্রগতি হয়নি বলে পুলিশের একজন কর্মকর্তা জানিয়েছেন।

এ ব্যাপারে তথ্য পেতে ধিরেন্ধরের পরিবারের সদস্য ও তার বন্ধুদেরকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে।

(ওএস/এইচআর/ডিসেম্বর ২৮, ২০১৫)