পটুয়াখালী প্রতিনিধি : যে মায়ের কারণে পৃথিবীতে পদার্পণ সে মায়ের আশ্রয় হলো গোয়ালঘরে। সেই গর্ভধারিনী বৃদ্ধ মা পরিবারের কাছে আজ বোঝা হয়ে দাঁড়িয়েছেন। এমন নিষ্ঠুর ছেলে ৮০ বছরের বৃদ্ধা মাকে ফেলে রেখেছেন গোয়ালঘরে।

ঘটনাটি পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নে। প্রায় এক মাস ধরে অসহায় বৃদ্ধা মার সময় কাটছে গোয়ালঘরে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের ছোটবাইশদিয়া গ্রামের মৃত বেলায়াত আলী খোনারের স্ত্রী আলেকজান বিবি। তাদের ছেলে আলহাজ লিটন খোনার (৪৮) তার মাকে নিজের ঘরে না রেখে গোয়ালঘরে ফেলে রেখেছেন।

বৃদ্ধা মা ঘরে প্রসাব-পায়খানা করেন বলেই তাকে এমন শাস্তি দেয়া হচ্ছে। প্লাস্টিকের থালায় তিন বেলা খাবার গোয়ালঘরে দেয়া হয় তাকে।

বুধবার দুপুরে স্থানীয় সাংবাদিকদের কাছে বৃদ্ধা আলেকজান বিবি জানান, ‘বাবারে বয়স হয়ে গেছে। ছেলে আমাকে গোয়ালঘরে রাখছে’।

এ ব্যাপাওে জানতে চাইলে লিটন খোনার ক্ষিপ্ত হয়ে বলেন, কেউর যদি সখ থাকে তারা যেন নিয়া জান। আমার নামে যারা অভিযোগ করছে তাদের নাম তালিকা দেন। আমি তাদেরকে কোপাব।

স্থানীয়রা জানান, বৃদ্ধা মা আলেকজান বিবির ছেলে এক মাস ধরে গোয়ালঘরে ফেলে রেখেছে। ওই গোয়ালঘওে থাকে গরু ও মহিষ। গ্রামের মানুষ প্রতিবাদ করতে গেলে লিটন ধারালো অস্ত্র নিয়ে ধাওয়া করে। তাই কেউ প্রতিবাদ করতে আসেন না।

এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনির হোসেন বলেন, স্থানীয় সাংবাদিকরা বিষয়টি আমাকে অবহিত করেছেন। পরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সত্যতা পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

(ওএস/এটিআর/মে ২৯, ২০১৪)