স্পোর্টস ডেস্ক, ঢাকা : ভারত ও শ্রীলঙ্কার মধ্যকার অনুষ্ঠিতব্য আজকের টি-টোয়েন্টি ফাইনাল খেলাটি বৃষ্টির কবলে পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আজ রোববার সন্ধ্যা সাড়ে সাতটায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক প্রথম আলোকে বলেন, সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত ১১টার মধ্যে যেকোনো সময় ঢাকায় বৃষ্টি হওয়ার আশঙ্কা আছে।

আবহাওয়া অফিস জানায়, দেশের রংপুর, রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে খুলনা বিভাগে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। আজকে ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

(ওএস/পি/এপ্রিল ০৬,২০১৪)