বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে স্ত্রী হত্যার দায়ে পাষাণ্ড স্বামীর মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালত। বৃহস্পতিবার জনার্কীণ আদালতে আসামীর অনুপস্থিতিতে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস এম সোলায়মান এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত আসামী হলো বাগেহরহাট কচুয়া উপজেলার চরকাঠি এলাকার মৃত হাসেম শেখের ছেলে মহিত শেখ (৪০)। মামলার বিবরণে জানা যায় ২০০৬ সালের ১৩ অক্টোবার নিহত সাফিয়া বেগম তার অসুস্থ বোন আনজিরাকে দেখতে যায় এবং ফিরে আসার সময় বোনের মেয়ে খাদিজা (৭)কে সংঙ্গে নিয়ে ফিরে আসে। একই দিনে রাত ১১টার সময় খাওয়া দাওয়া সেরে বড় ঘরে পুত্র,কন্যা ও বোনের মেয়েকে নিয়ে ঘুমায়। এসময় স্বামী মহিত শেখ রান্না ঘরে ঘুমাতে য়ায় কিছুক্ষণ পরে স্বামী মহিত স্ত্রীকে ডাকে স্ত্রী বলে ছোটরা ঘুমাক পরে আসছি এসময় মহিত ঘরে ডুকে স্ত্রী শাফিয়াকে চুলের মুঠি ধরে টানতে টানতে রান্নাঘরে নিয়ে যায় ও তাকে বেধড়ক মারপিট করে ঘাড় ভেঙ্গে হত্যা করে পুনরায় বড় ঘরে বাচ্চাদের পাশে শাফিয়ার লাশ রেখে পালিয়ে যায়। সকালে বাচ্চারা মাকে ডাকা ডাকি করে কোন সাড়া না পেয়ে পাশ্ববর্তী গ্রাম নরেন্দ্রপুর মামাবাড়ি গিয়ে মামাদেরকে ডেকে আনে এসময় মামারা এসে শাফিয়াকে মৃত দেখে।এ ঘটনার পর ২০০৬ সালের ১ অক্টোবর নিহত সাফিয়া বেগমের ভাই শহিদ শেখ বাদি হয়ে কচুয়া থানায় মহিত শেখ (৪০)কে আসামি করে একটি হত্যা মামলা দায়ে করে। পরে ২০০৮ সালে ২৪ অক্টোবর কচুয়া থানার এস আই শফিকুল ইসলাম মহিত কে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করে। আদালত দীর্ঘ শুনানী ও ১২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বৃহস্পতিবার দুপুরে মৃত্যু দণ্ডাদেশ প্রদান করেন। মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত মহিত শেখ পালাতক রয়েছে।
(একে/এএস/মে ২৯, ২০১৪)