স্টাফ রিপোর্টার : শিশু গৃহকর্মী মাহফুজা আক্তার হ্যাপিকে (১১)  নির্যাতনের মামলায় জাতীয় দলের ক্রিকেটার শাহাদাত হোসেন ও তার স্ত্রী নিত্য শাহাদাতের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে মিরপুর থানা পুলিশ।

মঙ্গলবার দুপুরে ঢাকার সিএমএম আদালতে এ চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা মিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) শফিকুর রহমান।

আদালতের জিআরও শাখার মিরপুর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক জাহাঙ্গীর চার্জশিট দাখিলের বিষয়টি জানিয়েছেন।

(ওএস/এস/ডিসেম্বর২৯,২০১৫)