ফেনী প্রতিনিধি : ফেনীর দাগনভূঞা পৌরসভার সবকেন্দ্র ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তা। এ পৌরসভায় মেয়র পদে ৯টি ওয়ার্ডে ভোট গ্রহণ হবে। কাউন্সিলর পদে মাত্র তিনটি ওয়ার্ডে নির্বাচন হবে। পৌরসভাটির ১০ কেন্দ্রে মোট ভোটার ২০ হাজার ৫৬৭ জন।  পুরুষ ভোটার ১০ হাজার ২০০ ও নারী ভোটার ১০ হাজার ৩৪৭ জন।

কেন্দ্রগুলো হচ্ছে আলাইয়াপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, উত্তর করিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, আতাতুর্ক মডেল হাইস্কুল, বেতুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, জগতপুর ওয়াজেরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ জগতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, রামানন্দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, কৃৃষ্ণরামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, উদরাজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও দাগনভূঞা একাডেমী কেন্দ্র।

ধানের শীষের প্রতীক নিয়ে বিএনপির মেয়র প্রার্থী কাজী সাইফুর রহমান স্বপন অভিযোগ করে বলেন, ভোটের দিন সরকার দলীয় মনোনীত প্রার্থীর বহিরাহগত সমর্থকরা প্রতিটি কেন্দ্র দখল করে ব্যালটবাক্সে ব্যালট পেপার জমা করবে। জাল ভোটের মাধ্যমে সরকার দলীয় প্রার্থী বিজয়ী হওয়ার নিল নকশা তৈরি করছেন।

অপরদিকে নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র ওমর ফারুক খাঁন এ অভিযোগকে ভিত্তিহীন দাবি করে বলেন, নির্বাচনে আমার জনপ্রিয়তা দেখে ঈর্ষান্বিত হয়ে বিএনপির প্রার্থী এমন অপপ্রচার চালাচ্ছে।

দাগনভূঞা পৌরসভার রিটার্নি অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা খানম জানান, আগামীকাল এ পৌরসভার ১০টি কেন্দ্রে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। প্রতিটি কেন্দ্রকে অধিক গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) হিসেবে বিবেচনা করে পর্যাপ্ত পরিমান আইনশৃঙ্খলা বাহিনী মোতায়ন করা হবে। প্রতিটি কেন্দ্রে পুলিশ ও আনসার সদস্যের পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সার্বক্ষণিক টহলে থাকবে।

(ওএস/এইচআর/ডিসেম্বর ২৯, ২০১৫)